কাবুল সামরিক হাসপাতালে সন্ত্রাসী হামলা

 আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সবচেয়ে বড় সামরিক হাসপাতালে সন্ত্রাসীরা হামলা করেছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। হামলাকারীরা হাসপাতালে ভেতরে ঢুকে গুলিবর্ষণ ও তাণ্ডব চালায়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘সরদার দাউদ খান হাসপাতাল হামলার শিকার হয়েছে।’ এটি আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতাল। হাসপাতালের এক কর্মী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চিকিৎসকের পোশাক পরা এক সন্ত্রাসীকে অস্ত্র বের করে বেপরোয়া গুলি চালাতে দেখেন তিনি। সে সময় দুজন মারা যান।

টোলো নিউজ টেলিভিশন স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এ গোলাগুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা তার ফেসবুক পেজে জানিয়েছেন, ‘হামলাকারীরা হাসপাতালের ভেতরে অবস্থান করছে। আমাদের জন্য দোয়া করবেন।’ কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে ৪০০ শয্যাবিশিষ্ট সরদার দাউদ খান হাসপাতালের অবস্থান। এ ছাড়া ওয়াজির আকবর খান নামের ওই এলাকায় সরকারের গুরুত্বপূর্ণ ভবন ও বেশ কিছু বিদেশি দূতাবাস রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন নরেন্দ্র মোদি 

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন নরেন্দ্র মোদি 

বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাশিয়ায় পুতিনের জয়   

বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাশিয়ায় পুতিনের জয়