সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ : কমিটি নেই চার মাস
মাহমুদুর রহমান তারেক-
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি নেই চার মাস। গত ১১মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে। কমিটি বিলুপ্তের চার মাস পরও নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সম্মেলন না হওয়ায় এ বছরের ১১মার্চ কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় সাত বছর পার করা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে। কমিটি বিলুপ্ত করার পর পদ প্রত্যাশী নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেয়া হয়। দুটি পদে প্রায় ৮০জনের মত নেতা জীবনবৃন্ত জমা দেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিবদের জানিয়েছিলেন জীবনবৃত্তান্ত ঝাচাই-বাচাই করে দ্রুত কসিমটি দেয়া হবে। পরে বেশ কয়েকবার নতুন কমিটি দেয়ার তোরজোর শোনা যায়। নতুন কমিটির আশায় পদপ্রত্যাশী নেতারাও গত কয়েক মাস ধরে ঢাকায় সুনামগঞ্জে দৌড়ঝাঁপ করছেন। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও কেন্দ্র সুনামগঞ্জের নতুন কমিটিতে দিতে ব্যর্থ হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়- দুটি পদের জন্য জেলার ছাত্রলীগের চারটি বলয় তৎপড় রয়েছে। জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও আ.লীগের জাতীয় পরিষদ সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুলের গ্রুপ দুটি শীর্ষ পদের জন্য মরিয়া। কেউই কাউকে ছাড় দিতে রাজি নয়। স্থানীয় নেতাদের নিয়েও বিপাকে পড়েছে কেন্দ্র।
জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন ইমন বলেন- কমিটি না-থাকলে স্বাভাবিকভাবেই সংগঠনের গতিশীলতা কমে যায়। সংগঠনকে চাঙ্গা করার জন্য সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের নতুন কমিটির বিকল্প নেই। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল বলেন- সুনামগঞ্জ জেলা শাখার অধীনে অধিকাংশ ইউনিট কমিটির মেয়াদ এক যুগ আগেই শেষ হয়েছে, এসব ইউনিটে নতুন কমিটি নেই অনেক দিন ধরেই, নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। নতুন কমিটির আশায় থাকা পদ প্রত্যাশী অনেকের বয়সও চলে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উচিত সংগঠনের ত্যাগী, রাজপথে সক্রিয় ও নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি ঘোষণা করে ছাত্রলীগ গতিশীল করা। এব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল।