স্মার্টটিভি থেকেও তথ্য চুরি করেছে সিআইএ: উইকিলিকস
উইকিলিকস এই দফায় যে সব দলিল পত্র ফাঁস করেছে তাতে দেখা যাচ্ছে সিআইএর হ্যাকিং কার্যক্রম ছিল ব্যাপক। ফাঁস হওয়া দলিলে বলা হয়, মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি বেশিরভাগ হ্যাকিং সফটওয়্যার নিজেই তৈরি করেছে। তবে স্যামসাং টেলিভিশনে হ্যাকিং করার জন্য একটি স্পাইওয়্যার তৈরিতে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫ এর সাহায্য নিয়েছে মার্কিন এই সংস্থাটি। স্যামসাংয়ের স্মার্ট টিভিগুলোকে হ্যাক করার যে উদ্যোগ নেয়া হয়েছিল সেটির কোড নাম ছিল ‘উইপিং অ্যাঞ্জেল’।
ওই টিভিগুলোকে ব্যবহার করে বাড়ির লোকদের কথাবার্তা রেকর্ড করার ব্যবস্থা ছিল, যা পরে ওয়াইফাই ব্যবহার করে সিআইএ’র দপ্তরে চলে যেত। একইভাবে আড়ি পাতা হতো স্যামসাং, এইচটিসি ও সনিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ নানাবিধ প্রযুক্তি পণ্যে। এমনকি তারা অ্যাপলের আইফোন ও আইপ্যাডে আড়িপাতার ব্যবস্থাও করেছিল বলে জানা যায় ফাঁস হওয়া দলিল থেকে। তবে এসব অভিযোগ সত্যি কি না, তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি সিআইএ।