লন্ডনঃ জামাত থাকায় আ’লীগের সংলাপ বর্জন বিএনপির যোগদান
ব্রিটিশ রাজনীতিক কার্লাইলের আয়োজনে লন্ডনে সংলাপ বর্জন করেছে আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের মিল ব্যাংক হলে এটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্বতন্ত্র সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল এ সেমিনারের আয়োজক। কার্লাইলের সভাপতিত্বে ‘টেররিজম অ্যান্ড দ্য রুল অব ল’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে যোগ দিতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. গওহর রিজভী, ড. মশিউর রহমান এবং ডা. দীপু মনি।
জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবল প্রতিবাদ ও বয়কটের দাবির মুখে তারা অনুষ্ঠানের কিছু সময় আগে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। জানা যায়, জামায়াত নেতাদেরও ডাকায় আওয়ামী লীগ সংলাপ বর্জন করে। বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও হুমায়ুন কবির প্রমুখ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি অনির্বাচিত সরকার কাপুরুষের মতো ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপির অনুষ্ঠান বয়কট করেছে। কারণ তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে ভয় পায়। ’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান তত্ক্ষণাৎ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অনুষ্ঠান একজন ব্যক্তির উদ্যোগে, তাই আওয়ামী লীগ বর্জন করেছে। ’