চুল বড় রাখায় জুনিয়র শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অহেতুক মারধর করার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার মাহামুদুল হাসান টিমন (২১) বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। টিমন জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে তার আবাসিক হলের (কামাল উদ্দিন হল) কমন রুমে ক্যারাম খেলার সময় ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী সাদ্দাম (২৩) এবং মৃধা (২২) তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে অপমান করতে থাকে। একপর্যায় তাকে মারধর শুরু করে এবং প্রায় ১ ঘণ্টা যাবৎ লাঠিপেটা, কিল-ঘুষি মারতে থাকে। মারধরের ঘটনা কাউকে না বলার জন্যও তাকে হুশিয়ার করে দেয় ছাত্রলীগকর্মীরা। টিমন জানান, তার মাথার চুল বড় বড়, হলে নিয়মিত থাকেন না, বেয়াদবি করেছে এমন অভিযোগে সিনিয়ররা তাকে মারধর করেছে। তবে একই বিভাগের তানভির (২১) নামে এক শিক্ষার্থীর সঙ্গে তার কথা কাটাকাটির অভিযোগে মারধর করেছে বলেও জানান তিনি। মারধরের ঘটনায় অভিযুক্ত সাদ্দাম ও মৃধাকে একাধিকবার ফোন করলেও, তারা ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা যুগান্তরকে জানান, আমার হলের দুই শিক্ষার্থী তাদের এক জুনিয়রকে মারধর করেছে বলে শুনেছি। তারা কেউই ছাত্রলীগকর্মী নয়। তবে মারধরের শিকার ওই ছাত্রের বাবাকে এনে তার সামনে মারধরকারীদের বিচার করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি ঘটনাটি আমি এখন শুনলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।