উপ-নির্বাচন সুনামগঞ্জ-২,সরকারদলের প্রার্থী জয়া সেনগুপ্তা
দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় মনোনয়ন বোর্ড আসন্ন উপনির্বাচনে জয়া সেনগুপ্তকে দলীয় প্রার্থী ঘোষণা করে। পরে দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ৩০ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি এই আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এই আসনে নির্বাচন করতে জয়া সেনগুপ্ত, আওয়ামী লীগের জেলা সভাপতি মতিউর রহমানসহ ৮জন প্রার্থী আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জেলা সভাপতি মতিউর রহমান দলীয় মনোনয়ন পেতে জোরালো তদবির করেন। অবেশেষে সবাইকে পেছনে ফেলে তৃণমূলের মতামতের ভিত্তিতে জয়া সেনগুপ্তকে দলীয় প্রার্থী করেন শেখ হাসিনা।
এদিকে জয়া সেনগুপ্তের মনোনয়ন প্রাপ্তির খবর দিরাই-শাল্লায় এসে পৌঁছলে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। তাকে বরণ করতে দিরাই-শাল্লার সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বলে দায়িত্বশীল নেতাকর্মীরা জানান।
গত ১৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা আওয়ামী লীগ এবং গত ২২ ফেব্রুয়ারি শাল্লা উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সভা ডেকে তৃণমূল প্রার্থী হিসেবে কেন্দ্রকে জয়া সেনগুপ্তকে মনোনয়ন দানের জন্য লিখিতভাবে জানিয়েছিল। এ সভায় দুই উপজেলা কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা লিখিতভাবে রেজুলেশন করে জয়া সেনগুপ্তকে মনোনয়ন দানের জন্য কেন্দ্রকে অবগত করেছিলেন।
জয়া সেনগুপ্তের দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে দিরাই-শাল্লা উপজেলায়। এই খবরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানিয়েছেন জয়া সেনগুপ্তকে মনোনয়ন দানের জন্য।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের ভাষা বুঝতে পারেন। তাই তিনি তৃণমূল মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সুযোগ্য স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন প্রদান করেছেন। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী জয়া সেনগুপ্তকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।