সিলেটে শেখ রাসেলের নামে হচ্ছে টেক্সটাইল কলেজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেলের নামে সিলেটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কলেজ স্থাপনে ব্যয় হবে ১১০ কোটি টাকা। জানা যায়, চলতি অর্থবছরে একনেকের দ্বিতীয় সভায় ‘সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ’ স্থাপন নামে একটি প্রকল্প উপস্থাপন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক ওই কলেজটি ‘শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট’ করতে প্রস্তাব করেন। তার এ প্রস্তাব সভায় গৃহিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রস্তাবে সায় দেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভা শেষে বিষয়টি জানান। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মম হত্যাকা-ের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকদের হাত থেকে তাঁর শিশুপুত্র শেখ রাসেলও রেহাই পাননি।