আগামী দিন জাতীয় পার্টি’র দিন-পীর মিসবাহ
সংসদ সদস্য অ্যাড. ‘পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন আগামী দিন আমাদের দিন। জাতীয় পার্টি ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে জাতীয় যুব সংহতির প্রত্যেকটি নেতা কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, ‘দেশের মানুষের মঙ্গলের জন্য জাতীয় পার্টি সরকারের কোনো বিকল্প নেই। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্টীয় ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় যুব সংহতির নেতা কর্মীকে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।’ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জাতীয় যুব-সংহতির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে এমপির বাসভবনে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক গোলাম হোসেন অভি’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন সরকার’র পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়বক রশীদ আহমদ, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান হৃদয় আহমদ এরশাদ, জেলা জাপার সিনিয়র নেতা জসিম উদ্দিন লাল, বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, লক্ষণশ্রী ইউপি জাতীয় পার্টির আহব্বায়ক আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, বিশ্বম্ভরপুর উপজেলার জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা জাপা নেতা স্বপন, মাসুক মিয়া, সোহেল আহমদ, ফারুক, সেলিম আহমদ। সভার শেষে জুয়েল রানাকে আহবায়ক ও মো. সাব্বির মিয়াকে যুগ্ম-আহব্বায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট লক্ষণশ্রী ইউনিয়নের যুব সংহতির আহবায়ক কমিটি গঠন করা হয়।