ঢাকা : গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করে কলেজ ক্যাম্পাসেই তারা অবস্থান নেন। কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৯৬১ সালে গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠার পর থেকেই কারিকুলাম নিয়ন্ত্রণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০১৪ সাল থেকে ঢাবির গার্হস্থ্য ইউনিট হিসেবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। তারপরও এটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট না। তাই আমরা কলেজটি ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করা হোক। দাবি জানানোর পর শিক্ষা মন্ত্রণালয় ও ঢাবির উপাচার্যও আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন। সর্বশেষ মন্ত্রণালয়ে দাবি পূরণের বিষয়ে একটি কমিটিও গঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই কমিটি ঠিকঠাক কাজ করছে না বলে অভিযোগ করেন তারা। কলেজের অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মন্ত্রণালয়ে কমিটি কাজ করছে। হঠাৎ কোনো দাবি পূরণ হয় না। এজন্য সময় দিতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn