জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, সুশাসনের অভাবেই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র ও সুশাসন কোনটাই নেই। বিচার বিভাগের স্বাধীনতা বলা হলেও বাস্তবে তা নেই। শনিবার সিলেটের জেএসডির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে সরকারকে আইন মানার আহবান জানিয়ে এই রাজনীতিক বলেন, ‘৭১ এ দেশ স্বাধীন করেছি আমরা, কিন্তু এখনো দেশে ১২ শ’রও বেশি বৃটিশ আইন চালু রয়েছে। অবিলম্বে এসব বিদেশি আইন পরিবর্তনের দাবি জানান তিনি। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে আগামী নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একক ভাবে অংশ নেবে। এ নির্বাচনে ৩শ’ আসনে নিজেদের প্রার্থী দেয়ার পরিকল্পনাও রয়েছে। আ.স.ম রব বলেন, আওয়ামীলীগ ও বিএনপির রাজনৈতিক জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সক্রিয় হবার পরামর্শ দেন জেএসডি সভাপতি। নির্বাচন একটি উৎসব উল্লেখ করে আসম আব্দুর রব বলেন, সকল শ্রেণি পেশা ও সকল ধর্মের মানুষ একমাত্র নির্বাচনে অংশ নেন; ফলে বাংলাদের মানুষের জন্য একমাত্র সার্বজনীন উৎসব হলো জাতীয় নির্বাচন। তাই এই উৎসবে জেএসডি অংশ নেবে। তবে, নির্বাচনে যাবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকেই। নগরী শহীদ সোলেমান হলে আয়োজিত দলের সিলেট বিভাগীয় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি তানিয়া রব, দেওয়ান ইস্কান্দর রাজা, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন চৌধুরী, গণসংযোগ সম্পাদক সাহিদ সিরাজী সহ সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn