ব্রাজিলের প্রেসিডেন্টের বসবাসের জন্য নির্মিত সরকারী বাসভবন ‘আলভোডরা’-তে থাকতে ভয় পাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাইকেল টেমের। তার দাবী সুরম্য এই অট্রালিকায় ভূতের উপদ্রব রয়েছে। আর সেজন্যই তিনি এটি ছাড়তে বাধ্য হয়েছেন। টেমেরের এই দাবি সমগ্র ব্রাজিল ছাপিয়ে সারাবিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রী মার্সেলা আর সাত বছরের সন্তানকে নিয়ে প্রেসিডেন্ট আশ্রয় নিয়েছেন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে।

৭৬ বছর বয়স্ক টেমের ও তার স্ত্রীর দাবী বাড়িটি ‘ভূতুড়ে’। ব্রাজিলের এক সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বাড়িটিতে অদ্ভূত কিছুর উপস্থিতি টের পেয়েছি। সেখানে ওঠার পর প্রথম রাত থেকেই আমি ঘুমাতে পারিনি। বাড়িটিতে ঢুকলেই যেন গা ছমছম করে। নিশ্চয়ই ওখানে কোন অশুভ শক্তির প্রভাব রয়েছে। প্রেসিডেন্টের স্ত্রীরও একই দাবী।নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রেসিডেন্ট পত্নী মার্সেলা এই ‘অশুভ শক্তি’কে তাড়াতে ওঝাও ডেকেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই ওই বিলাসবহুল বাসবহন ছেড়ে জাবুরু প্রাসাদে উঠে এসেছেন টেমের।

উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ইমপিচমেন্টের আগে পর্যন্ত জাবুরু প্রাসাদেই থাকতেন সেসময়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে নিযুক্ত টেমের। দিলমার ইমপিচমেন্টের পর স্বাভাবিকবাভেই প্রেসিডেন্ট হয়েছেন তিনি। কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদটি এখনো শূণ্য থাকায় সাবেক বাসভবনে ফিরতে কোনো অসুবিধা হয়নি প্রেসিডেন্টের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn