লন্ডন স্টেশনে ই-সিগারেট বিস্ফোরণ রেল চলাচল বন্ধ
লন্ডন ইউস্টন স্টেশনে সম্ভাব্য ই-সিগারেট থেকে ছোট বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বিস্ফোরনের পর স্টেশন থেকে লোকজন চারিদিকে ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছালে পরিস্থিতির উন্নতি ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের পর প্রায় ৯০ মিনিট স্ট্রেশন বন্ধ রাখা হয়।স্টেশন কর্তৃপক্ষ জানায় এ ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে বাঁধা হয়ে দাঁড়ায়। পুলিশ জানায় তাদেরকে ৭টা ৪০ মিনিটে কল করা হয়। বিস্ফোরনের পরপরই জুড় স্ট্রিট এবং মেলটন স্ট্রিটের মধ্যে উভয় দিক থেকে ইউস্টনগামী ট্রেন যাত্রা বন্ধ রাখা হয়। পরে আবার খুলে দেয়া হয়।