বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।তিনি বলেছেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের পক্ষে তিনি কাজ করেছেন। তিনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন।  মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে বিচারপতি মানিক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এতে কোন সন্দেহ নেই। আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে প্রত্যক্ষভাবে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত। ওই হামলার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতে চেয়েছিলেন।ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের অবজারভেশনে তিনি লিখেছেন, এদেশ ও জাতি এক ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয়নি। এগুলো প্রধান বিচারপতির লেখা নয়। পাকিস্তানের আইএসআই এই রায় লিখে দিয়েছে। উনার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নস্যাৎ করা। বঙ্গবন্ধুকে হেয় করা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn