সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তার ছেলে ও চালক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কারটি ভস্মিভূত হয়ে গেছে।  এসময় অগ্নিদগ্ধ হয়ে নিহত দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- শেখঘাট শুভেচ্ছা-৬৮ নং বাসার বাসিন্দা ও সিলেট সদর উপজেলা ভূমি অফিসের তহসীলদার আসবা উদ্দিন লিটুর ছোট ছেলে, বৃটিশ স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র আসিফ আলাদি (১৭) ও সিলেট সদর উপজেলার টুকের গাঁও গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র কার চালক পলাশ (২২)। পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ভূমি কর্মকর্তা আসবা উদ্দিন লিটু অসুস্থ্য হয়ে পড়লে তাকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন- সম্ভবত ড্রাইভিং শেখানোর সময় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারায়। পরে একটি গাছের সাথে ধাক্কা খেলে কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে এক ভূমি কর্মকর্তার ছেলেসহ কারের চালক নিহত হয়েছে। প্রাইভেট কার নং (ঢাকা মেট্রো-গ, ৩৯৩৮২৮) ভস্মিভূত হয়ে নিহত দুজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn