ঢাকা: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (১৩ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ক. রবিবার (২৬ মার্চ) সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

খ. একই দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ভোরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

গ. ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য স্বাধীনতা র‌্যালি বের করা হবে।

ঘ. কেন্দ্রীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর স্থানীয় সুবিধা অনুযায়ী বর্ণাঢ্য র‌্যালি বের করবে।

ঙ. ছাত্রদল চিত্রাঙ্কন প্রতিযোগীতা, যুবদল আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে জাসাস এবং মহিলা দল আলোচনাসভা, ওলামা দল জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn