দেশ জুড়ে চলছে আওয়ামী দুঃশাসন ও লুটপাট-মিলন
বিএনপি জাতিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘দেশ জুড়ে চলছে আওয়ামী দুঃশাসন ও লুটপাট। বিনা ভোটের সরকার মেয়াদের শেষ পর্যায়ে এসে দেশের সম্পদ হরিলুট শুরু করেছে। দেশবাসী এখন আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বিনা ভোটে আর ক্ষমতায় আসার সুযোগ দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধিনে দিতে সরকারকে বাধ্য করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাকশালী দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষা করতে পরিবর্তনের কোন বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে ভোট বিপ¬বের মাধ্যমে জালিম সরকারের বিদায় নিশ্চিত করতে হবে।’
মঙ্গলাবার ছাতক শহরের বাগবাড়িস্থ দলীয় কার্যালয়ে ছাতক-দোয়ারা বিএনপির ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক শামছুল হক নমু’র সভাপতিত্বে এবং সামছুর রহমান শামছু ও ফয়জুল আহমদ পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, আনিসুল হক, সেলিম উদ্দিন, আশিকুর রহমান আশিক, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা খানম, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার ছানা।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহমান, জুবেদ আলী, আলতাবুর রহমান খছরু, লায়েক শাহ, হিফজহুল বারী শিমুল, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, আব্দুল বারী, আরিফুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা আলউদ্দিন, ডা. আসলাম আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, এমরাজ তালুকদার, ফয়জুর রহমান, নজরুল ইসলাম, শফি উদ্দিন, বাবুল মিয়া মেম্বার, নাজমুল হোসেন, শাহজাহান, শফিকুল আলম, জাহেদুল ইসলাম আহবাব, আলী আশরাফ তাহিদ, এনামুল কবির, আব্দুর রহিম মেম্বার, ছায়াদুজ্জামান, জুবায়ের আহমদ মজুমদার, এনামুল হক, তাজৃুল ইসলাম, দেলোয়ার হোসেন, রুকন উদ্দিন, মনির উদ্দিন মেম্বার, কয়েছ আহমদ, সাদক আলী, হাফিজুল ইসলাম জুয়েল, বাকী বিল্লাহ, আব্দুস সোবহান, শফিকুল আলম, রুহুল আমিন, আতাউর রহমান এমরান, রুহুল আমিন, আব্দুল মমিন, বাবুল আহমদ মেম্বার, জমশিদ আলী, সুলতান মাহমুদ, সুরুজ মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কাবির, কাজী মাও. আব্দুস ছালাম, ইজ্জত আলী, আবুল হোসেন, আফতাব আলী, জেইউ আহার, রফিক আহমদ, খায়ের উদ্দিন, রবিউল ইসলাম, কবির আহমদ, খলিলুর রহমান, কাজী ইসলাম উদ্দিন, লিজন তালুকদার, জাহাঙ্গির আলম রাসেল, আব্দুল মুনিম মামনুন, আব্দুলাহ আল মামুন, এমরান আহমদ, সাচ্ছা আবেদীন, ফখর উদ্দিন, তোফায়েল আহমদ, এজে মনন, সুহেল মিয়া, ইসমাইল হোসেন সানি, নোমান ইমদাদ কানন, নিজাম উদ্দিন, রিফাত আহমদ, সহ বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভা শেষে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শ্যামলী বাস কাউন্টারের আসলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে মিছিলকারীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়। শান্তিপূর্র্ণ মিছিলে পুলিশের বাধা দেয়ার ঘটনায় জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।