দেশে আইনের শাসন এবং মৃত্যুর স্বাভাবিক গ্যারান্টি নেই: নাছির চৌধুরী
সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসন নেই। মৃত্যুর স্বাভাবিক গ্যারান্টি নেই। দুর্নীতি-দুঃশাসন সর্বত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সকল অপকর্মের জবাব দিতে হবে।তিনি মঙ্গলবার দুপুরে দিরাই বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন। উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামের মো. বাবুল মিয়া, ফয়জুল হকের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মতিউর রহমান, করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পঙ্কজ দাস, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ। যোগদানকারীদের মধ্য বক্তব্য রাখেন মো. রইদ আলী, আহাদ মিয়া, মতকিন মিয়া, বাবুল মিয়া, ফয়জুল হক প্রমুখ।