বাউল সম্রাট শাহ আবদুল করিমে’র ৮ম জন্মবার্ষিকী পালিত
ভক্তদের গানে গানে স্মরণের মধ্য দিয়ে বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৮ম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া মঙ্গলবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল সম্রাটের জন্মস্থান দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিন সকালে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাদ জোহর দোয়া মাহফিল ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে বাউল গান পরিবেশন করেন করিম ভক্তরা। মঙ্গলবার সকাল থেকেই ধল গ্রামে আসতে থাকেন বাউল ভক্তরা। সন্ধ্যার মধ্যেই বাউল সম্রাটের বাড়ির আঙিনা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যার পরেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের বাউল গানের আসর। বাউল পুত্র শাহ নূরজালাল ও পৌত্র শাহ নূর আলম ঝলক, বাউল রণেশ ঠাকুর, বাউল আবদুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল ভক্তরা বাউল স¤্রাটের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।