শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

লিগ কাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড

অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ফাইনালে সাউদাম্পটনকে হারিয়ে পঞ্চমবারের মতো ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রেড ডেভিলসরা। তবে হোসে মরিনহোর অধীনে প্রথম মেজর কোনো টুর্নামেন্ট জিতল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি।

এই জয়ের মূল নায়ক অবশ্য জ্লাতান ইব্রাহিমোভিচ। তার জোড়া গোলের সৌজন্যেই ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ২-১ গোলে হারায় সাউদাম্পটনকে। 

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৯ মিনিটেই দারুণ এক গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ৩৮ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন জেসে লিনগার্ড। কিন্তু মানোলো গাবিয়াদিয়ানির জোড়া গোলে সমতায় ফিরে সাউদাম্পটন।  প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১) এবং দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন তিনি। সাউদাম্পটন শিবিরে তখন আনন্দ-উল্লাসের জোয়ার।

কিন্তু রেফারির শেষ বাঁশি বাজানোর মাত্র তিন মিনিট আগেই ইউনাইটেডের ত্রাতা হয়ে আসেন ইব্রাহিমোভিচ। লিগ কাপের জয়সূচক গোলটি করেন তিনি। যা চলতি মৌসুমে রেড ডেভিলসদের জার্সিতে তার ২৬তম গোল। শেষ পর্যন্ত তার করা গোলেই লিগ কাপের শিরোপা নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। 

অন্যান্য পোস্ট

সাথেই থাকুন

সাম্প্রতিক খবর