ছাতকে মোবাইল ট্র্যাকিংয়ে সাহেদ হত্যার ৩ খুনি সিলেট থেকে আটক
ছাতকে মোবাইল ট্র্যাকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সাহায্যে সাহেদ আহমদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুনি কামাল মিয়া (৪০) ওরফে ডান্ডা কামালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট শহরের কুশিঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা করা হয়। ডান্ডা কামাল শাহপরান থানার মুক্তিরচক গ্রামের লাল মিয়ার পুত্র। তার স্বীকারোক্তি অনুযায়ী শাহপরাণ থানার কুশিঘাট এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র ছানা আহমদ (৩০) ও নূর উদ্দিনের পুত্র আব্দুল মজিদ পাপ্পুকে (২৮) আটক করা হয়।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত ১৬৪ ধারায় খুনিদের জবানবন্দি রেকর্ড করেন।মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে কুশিঘাট এলাকা থেকে ডান্ডা কামালকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত অপর দু’সহযোগী ছানা আহমদ ও পাপ্পুকে গ্রেফতার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ছাতক শহরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে লাশ থানায় নিয়ে আসার পর নিহত ওই যুবক সাহেদ আহমদের লাশ হিসেবে চিহ্নিত করেন তার পরিবারের লোকজন। নিহত সাহেদ আহমদ বিয়ানীবাজার উপজেলার নিজ মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলমের পুত্র। এ ঘটনায় নিহত সাহেদ আহমদের ভাই মাছুম আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।এসআই শফিকুল ইসলাম জানান- গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে কামাল মিয়া ওরফে ডান্ডা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।