ছাতকঃ পূজা উৎযাপনের কিছু খবর
বাজার দুর্গোৎসব কমিটির শাড়ি বিতরণ
ছাতক বাজার সর্বোজনীন দুর্গোৎসব উদযাপন কমিটির উদ্যোগে গরীব ও দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ৪৫তম শারদীয় উৎসব পূর্তি উপলক্ষে শতাধিক দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। গতকাল বুধরার সন্ধ্যায় শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে এসব শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এ উপলক্ষে পূজা কমিটির সভাপতি সাগর তালুকদার টিটুর সভাপতিত্বে ও ছড়াকার সঞ্জয় করের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখড়ার সেবায়িত হিমাদ্রী শেখর গোশ্বামী মহর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক, হরিদাস রায়, মহিলা সম্পাতিকা শিখা দে, আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি দাস মিন্টু, সহ-সাধারন সম্পাদক চম্পু দত্ত, আওয়ামীলীগ নেতা কল্যানব্রত দাস। বক্তব্য রাখেন, পূজা কমিটির সধারন সম্পাদক প্রদীপ দাস সুইট, সদস্য মিন্টু দেব, অশক লাল দে, সৌরভ দাস, রাজু দাস, রাহুল কর, রিন্টু দাস, রতন কর, শৈব দে, প্রমুখ।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগ জেলার প্রশাসনিক কর্মকর্তা
ছাতকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান। রাতে কালীবাড়ি পূজা মন্ডপে সংক্ষিপ্ত এক সভায় এসপি বরকত উল্লাহ খান দুর্গোৎসব চলাকালীন সময়ে বিভিন্ন স্তরের নিরাপত্তার কথা তুলে ধরে বলেন, কোন দুষ্ট চক্র অপরাধ সৃষ্টি করে বা করতে চায় এসম সন্দেহ পোষন করলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তিনি আযান ও নামাজ চলাকালীন সময়ে মাইকসহ সবধরনের বাদ্য যন্ত্র না বাজানোর পরামর্শ দেন। পূজা কমিটির সভাপতি অরুন দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার তাপস ঘোষ, এসপি সার্কেল দুলন মিয়া, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি তদন্ত আশরাফুল ইসলাম, ওসি অপারেশন কাজী গোলাম মোস্তফা, প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, ব্যাংকার সিদ্ধার্থ তালুকদার টিংকু, পূজা কমিটির সাধারন সম্পাদক অলক চৌধুরী, সদস্য পার্থ সারথী ভট্টাচার্য, পংকজ কান্তি চৌধুরী প্রমুখ। এ সময় পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান। এসময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, অধ্যাপক হরিদাস রায়সহ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।