ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতির অনুরূপ দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এ তথ্য জানিয়েছে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দপ্তর। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দপ্তর আরো জানিয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিরুদ্ধে দুর্নীতিসহ ১১টি অভিযোগ উঠায় তার সঙ্গে বসতে চাননি আপিল বিভাগের একই বেঞ্চের অন্য ৫জন বিচারপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসেরও বেশি সময়ের ছুটিতে যাওয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে এই সিদ্ধান্ত এল রাষ্ট্রপতির পক্ষ থেকে। এখন থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতির ন্যায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn