শান্তিকে গলা টিপে মারছেন ট্রাম্প
জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার এক সপ্তাহ পর সেপ্টেম্বরে ট্রাম্প বলেন, তিনি মিত্রদের আরও মার্কিন অস্ত্র সরবরাহ করবেন। ৫ সেপ্টেম্বর টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে অত্যন্ত উন্নত সামরিক সরঞ্জাম জাপান ও দক্ষিণ কোরিয়াকে কেনার সুযোগ দেব।’স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রস্তুত অস্ত্রের চতুর্থ বৃহৎ আমদানিকারক ছিল দক্ষিণ কোরিয়া। কেসিএনএর নিবন্ধে বলা হয়, ‘ট্রাম্প জাতিসংঘে দাঁড়িয়ে আমাদের দেশ ও জনগণকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ক্রমাগত পারমাণবিক কৌশলগত অস্ত্রসম্ভার বাড়াচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি কোরীয় উপত্যকাকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলছেন।’