বহুদলীয় নয়, গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপি
জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি অনেক ভালো কাজ করেছে। রোববার বিএনপির সঙ্গে ইসির মতবিনিময় সভায় নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিউত্তরে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ক্ষমতার দরজা খুলে দিয়েছে। আসলে এটা বহুদলীয় গণতন্ত্র না। বিএনপিকে একটা অশুভ রাজনৈতিক দল অাখ্যা দিয়ে তিনি বলেন, আমি মনে করি ঘাতকরা বঙ্গবন্ধুকে ৭৫ সালে হত্যা করার পর জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে। সুতরাং বিএনপি একটি গণতান্ত্রিক দল এটা মনে করার কোন কারণ নাই। বিএনপি হলো একটা অশুভ রাজনৈতিক দল। বিএনপির ১৬ জন সিনিয়র নেতা ২০ দফা দাবি নিয়ে ইসির সাথে মতবিনিময় কালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ভাল ভাল কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
বিএনপির এই সংলাপের দিকে জাতি তাকিয়ে আছে। দলটি অনেক বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তারা ক্ষমতায় থাকার সময় প্রাথমিক ও গণশিক্ষা গঠন ও পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু করে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন গঠন করে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে আজ বড় প্রতিনিধি দল ও অনেকগুলো প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে যায় বিএনপি। ১৮ অক্টোবর বেলা ১১টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে মত বিনিময় করবে ইসি।