কুয়েত : কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সালকুয়েত : কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সালমিয়া পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন। নিহতরা হলেন- কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমা ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম। মরদেহগুলো মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে। তাদের দেশের বাড়ি সিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস আটকে তারা মারা যান।মিয়া পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন। নিহতরা হলেন- কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমা ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম। মরদেহগুলো মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে। তাদের দেশের বাড়ি সিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস আটকে তারা মারা যান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn