ভারতের জনপ্রিয় র্নিমাতা অরিন্দম শীল যৌথ প্রযোজনায় একটি ছবি পরিচালনা করবেন। আর এই খবরটি তিনি নিজের জন্মদিনেই জানিয়েছেন। ছবির নাম ‘অনু্প্রবেশ’৷ প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের ‘অনুপ্রবেশ’ উপন্যাস নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এইসময় সূত্রে জানা গেছে, বাংলাদেশের বেঙ্গল গ্রুপের প্রধান আবুল খায়ের লিটু ভারত থেকে  ‘বেঙ্গল সম্ভার’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে৷ গল্প প্রসঙ্গে অরিন্দম জানিয়েছেন, ‘একজন কমবয়সী ছেলে৷ নাম রবীন্দ্রনাথ৷ তার স্ট্রাগলের গল্প৷ চাকরির খোঁজ করে সে৷ এরপর একটা খুনের সঙ্গে জড়িয়ে পড়ে৷ দেশ থেকে পালিয়ে যেতে হয়৷ তার জীবনকে ঘিরে একাধিক চরিত্র আসতে থাকে ছবিতে৷ এই ছবিকে একটা রোড মুভি বলতে পারি৷’

এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। তবে চমকপ্রদ তথ্য হলো এই ছবিতে বাংলাদেশের চার নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে পরিচালক পরি মনি ও তিশার সঙ্গে আলাপ করেছেন। আরও কথা চলছে কুসুম শিকদার ও অপি করিমের সঙ্গে। এই তালিকায় আরও রয়েছে জাকিয়া বারী মম’র নাম। এছাড়া জয়ন্ত চট্টোপাধ্যায়কে ছবিতে কাস্ট  করার ইচ্ছা প্রকাশ করেছেন নির্মাতা।

এছাড়া  ছবিতে অন্য দুটি  চরিত্রে থাকছে রুদ্রনীল ঘোষ আর কাঞ্চন মল্লিক৷ পরাণ বন্দ্যোপাধ্যায়-ও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে৷ ছবিতে আবীরের বোনের চরিত্রে অভিনয় করবে ঋতাভরী চক্রবর্তী৷ ছবির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার৷ আর ছবির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ৷ সম্প্রতি অরিন্দম  বাংলাদেশে  ঘুরে গেছেন। শুটিং লোকেশন দেখে গেছেন। পাশাপাশি এই ছবিতে বাংলাদেশের শিল্পীদের গান করারও সিদ্ধান্ত নিয়েছেন এই নির্মাতা। আগামী আগস্ট মাসের শেষে ‘ অনুপ্রবেশ’ ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn