অবশেষে ঘোষণা করা হলো বিয়ানীবাজার পৌরসভার তফশীল। আর তাই আনন্দের বন্যা বইছে বিয়ানীবাজারে। পৌরসভা ঘোষণার ১৬ বছর হয়ে গেলেও এবারই অনুষ্ঠিত হবে প্রথম নির্বাচন। এতোদিন ধরে নানা জটিলতায় নির্বাচন হয়নি। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পৌরসভাটির প্রথম নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। দীর্ঘ ১৬ বছর প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌর নির্বাচন অনুষ্ঠানের তফশীল ঘোষণার সংবাদে পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি তৎপর হয়ে উঠেছেন নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীরাও। উৎফুল্ল সাধারণ ভোটার থেকে শুরু করে নতুন প্রজন্মের ভোটাররাও। মোহাম্মদ সাব্বির হোসেন নামের এক তরুণ ভোটার বলেন, আমরা আনন্দিত। এই প্রথম বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারবো। এই অনুভুতি বুঝাতে পারবো না। তার মত উৎফুল্ল আরো অনেকে।

এবার দেখার পালা কারা কারা হচ্ছেন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থী। স্থানীয় সাংবাদিক সুফিয়ান আহমদ পূর্বপশ্চিমকে বলেন- পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তারা আনন্দিত। নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ছিলেন পৌরসভাবাসী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn