খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন: কাদের
ঢাকা: আদালত খালেদা জিয়াকে হেনস্তা করছে এমন অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যারা আদালত প্রাঙ্গণে মারামারি করে তারাই আদালতকে হেনস্তা করে।স্বাধীনভাবে বিচারকাজ সম্পন্ন করতে না দেয়াও তাদের উদ্দেশ্য হতে পারে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন। তিনি আদালতে হাজিরা না দিয়ে একের পর এক তারিখ পিছিয়েছেন। এর আগে বৃহস্পতিবারও আদালত নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করেন ক্ষমতাসীণ দলের এই নেতা। এদিন তিনি বলেন, মামলা পক্ষে গেলে বিএনপি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তিনি বলেন, রায় আপনার বিরুদ্ধে গেলে বলেন আদালতের স্বাধীনতা নেই, সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর রায় সরকারের বিরুদ্ধে গেলে বলেন, আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।