দিরাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
একে কুদরত পাশা-
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জেলে সম্প্রদায় বিভিন্ন প্রত্রিকায় তাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকেলে দিরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চান্দপুর বর্মন পাড়ার বাসিন্দা প্রবীন মুরব্বি অমলেন্দু বর্মন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা প্রকৃত মৎসজীবি হিসেবে এলাকাবাসির সহযোগিতায় শয়তান খালি ২য় খন্ড আমাদের পূর্বপুরুষের আমল থেকে আজ পর্যন্ত খাসকালেকশন’র মাধ্যমে গ্রামের প্রায় ৬শ পরিবার জীবন জীবিকা চালিয়ে যাচ্ছি। আমাদের আয়ের একমাত্র উৎস শয়তান খালি ২য় খন্ড জলমহাল। এবার ও নতুন করে খাসকালেকশন আনতে যখন আমরা গ্রামবাসি টাকা যোগাড় করতে ব্যস্ত রয়েছি সে মুহুর্তে গ্রামের নিতিশ বর্মনও তার সহযোগিরা ওই জলমহাল আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় আমাদের বিরুদ্ধে গত মঙ্গলবার চাঁদা বাজির অভিযোগে এনে বিভিন্ন প্রত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে।আমরা এমিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার বাহাদুেরর কাছে আবেদন জানাচ্ছি আমাদের পুর্ব পুরুষের আমল থেকে যে ভাবে আমরা সবাই মিলে এ জলমহালে মাছ ধরছি এবার ও সেভাবে মাছ ধরার সুযোগ করে দিতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, করিমপুর ইউপি সদস্য ও ওই গ্রামের বাসিন্দা সুকেশ বর্মন, গোপিকা বর্মন, নীলমনি বর্মন, কিরন বর্মন, জহরলাল বর্মন, দিলিপ বর্মন, ভাগিরতী বর্মন সহ গ্রামের অর্ধশতাধিক জেলেরা।