ছাত্রলীগের সমালোচনায় মিসবাহ সিরাজ
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ছাত্রলীগের গঠনতন্ত্র তোয়াক্কা না করে যখন তখন কেন্দ্র থেকে কমিটি বাতিল করে দেয়া হচ্ছে। এমনকি লন্ডন থেকে ফ্যাক্সের মাধ্যমে ছাত্রলীগের কমিটি বাতিল করা হচ্ছে। একজন দোষীর কারণে একটি সংগঠনের এক বছর স্থগিত রাখা হয়। আবার একজন দোষী ব্যক্তির কারণে পুরো সংগঠন বাতিল করে দেয়া হয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী। একজনের দোষের দায়ে ১৪০ জনকে ফাঁসি দেয়া হলো। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোটেক মাহফুজুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আজমল আলী, আওয়ামী লীগ নেতা মজিব উদ্দিন, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল ইসলাম সায়েস্তা, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক আছাদুজ্জামান আছাদ, যুবলীগ নেতা আবদুর রকিব বাবলু, রোকন আহমদ সৈয়দ হাসিন আহমদ মিন্টু, মো. রমিজ উদ্দিন, নুরুল ইসলাম নিছন, আবদুল মতিন। বক্তব্য রাখেন ছাত্রলীগের সদস্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুর আহমদ সফু, কামরুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন, খালেদুর রহমান, জাওয়াদ ইবনে জাহিদ খান।