সুনামগঞ্জে চার লোককবি শাহ আবদুল করিম, দূর্ব্বিণ শাহ, হাসন রাজা ও রাধারমণ দত্ত স্মরণে চার দিনব্যাপী ‘হাওর পাড়ের গল্প’ শুরু হয়েছে।  শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়।  চার দিনব্যাপী ‘হাওর পাড়ের গল্প’র উদ্বোধন করেন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠান উদ্বোধনের আগে সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের নিয়ে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সিলেট বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান। অনুষ্ঠানে শাহ আবদুল করিমের জীবন, দর্শন ও সঙ্গীত নিয়ে মূল আলোচনা করেন কবি ও বিশিষ্ট লোক গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। পরে শাহ আবদুল করিম রচিত সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শনিবার উৎসবের দ্বিতীয় দিনে লোককবি দূর্ব্বিণ শাহ, রোববার হাসন রাজা, সোমবার রাধারমণ দত্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি তাদের রচিত গান পরিবেশন করবেন শিল্পীরা।  সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, চার লোককবির সৃষ্টিকর্ম বাঁচিয়ে রাখতে, তা বিশ্বব্যাপী ছড়িয়ে এবং নতুন প্রজন্মের কাছে তাদের পরিচিয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn