জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিসাদুল ইসলাম রিসাদ, কর্মী সুজন দাস অর্ক (ফিন্যান্স বিভাগ) ও রাজিব বিশ্বাস (সমাজবিজ্ঞান বিভাগ)।জানা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের টিএসসির সামনে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রিসাদুল ইসলাম রিসাদ একটি দোকান বসান। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সুজন দাস অর্ক নামে ছাত্রলীগের এক কর্মী সেই দোকানে চাঁদা চাইতে যায়। এ সংবাদ পেয়ে রিসাদ তার কর্মীদের সঙ্গে নিয়ে অর্ককে মারধর করেন। দুপুরের পরে অর্ক দলবল নিয়ে রিসাদের গ্রুপের কর্মীদের মারধর করে। সংঘর্ষের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়।আহতরা হলেন ছাত্রলীগকর্মী সুজন দাস অর্ক, আশিকুল ইসলাম আশিক ও সাগর সজল।এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি জড়িতদের যথাযথ শাস্তি হিসেবে তিনজনকে বহিষ্কার করে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn