সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছেলেসহ মুক্তি পেলেন সিলেটের শিল্পপতি দানবীর ড. রাগীব আলী। তাঁর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর রোববার বেলা সোয়া ১টায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কারামুক্তি লাভ করেন। তিনি প্রায় ১১ মাস কারাভোগ করেন। কারা ফটকে তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে তাকে মালনীছড়াস্থ বাংলোতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে তারাপুর চা বাগানের ভূমি বন্দোবস্তের নামে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় জামিন পান তারা দুজন। এছাড়া, তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত এবং দৈনিক সিলেটের ডাক প্রকাশনা মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তারা। তিনটি মামলায় জামিন লাভের পর তাদের কারামুক্তিতে কোন বাধা ছিল না বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।

কারাগার থেকে মুক্তি পেয়ে রাগীব আলী যেখানে প্রথম গেলেন…

মুহিত চৌধুরী: দেশের বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. রাগীব আলী সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছেলেসহ মুক্তি পান রোববার দুপুর সোয়া ১টায়। বাইরে বের হবার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বেলা দেড়টায় তিনি মালনীছড়াস্থ বাংলোতে উদ্দেশ্যে রওয়ানা দেন। পৌনে দুইটার দিকে বাংলোর গেইটে পৌছেও তিনি বাংলোতে যাননি। তাকে বহন করা জিপটি সোজা চলে যায় তার পরম মমতায় গড়ে উঠা মালনীছড়া চা বাগানে। দীর্ঘ ১১মাস পর চা বাগানে পা রেখে তিনি আবেগ আপ্লুত হয়ে উঠেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর তিনি বাংলোতে ফিরে যান। এসময় বাংলোতে শতাধিক মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে অপেক্ষা করছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn