নিরাপত্তার দাবিতে বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে দু’দিন আগে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বুয়েটের শিক্ষার্থীরা। আজ দুপুর বারোটা থেকে বুয়েটের হাজারো শিক্ষার্থী পলাশী মোড় থেকে পেনাং রেস্তোরা পর্যন্ত অবস্থান নেয়। এতে তারা তাদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে অভিযোগ করে দোষীদের শাস্তি দাবি করে। পরে তারা বুয়েটে প্রশাসনিক ভবনের দিকে যান।আজ বুয়েট ক্যাম্পাসে প্রতিবাদ সভায় বুয়েট শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকর্মীদের কাছে একটি নোট সরবরাহ করে। এতে বলা হয়, ‘বুয়েটের শিক্ষার্থীদের ওপর ঢাবি শিক্ষার্থীদের হামলার পর গণমাধ্যমে ভুলভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়। বুয়েট কর্তৃপক্ষের কাছে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য একটি সংবাদ সম্মেলনের দাবি জানাচ্ছি।