বিয়ানীবাজারে নিহত ৬ যুবকের অশ্রুজলে শেষ বিদায়
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থিদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ যুবকের স্মরণকালের বৃহৎ জানাযার নামাজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার লোক অশ্রুজল ফেলে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। প্রিয়জনের লাশ একনজর দেখার জন্য সকাল ৮টা থেকে তাঁরা কলেজ ক্যাম্পাস জড়ো হতে থাকেন। কেউ দেখেছেন নিথর দেহ আবার কেউ কেউ নিরবে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন। এক কথায় পুরো উপজেলা শোকে স্তব্ধ, বাকরুদ্ধ।
জানাজার নামাজে কলেজ ক্যাম্পাস উপড়িয়ে মানুষের ঢল নামে কলেজ রোড, টিএন্ডটি রোডে। অজস্র মানুষ সেখান থেকে নামাজে শরিক হন। ঐহিতাসিক এ জানাজার নামাজে ইমামতি করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী। প্রধান জানাজার নামাজ শেষে কফিনে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক এলাকায় তাদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে কলেজ ক্যাম্পাসে জানাজার নামাজে উপস্থিত ছিলেন গাড়ীতে থাকা একমাত্র জীবিত হাফিজ উদ্দিন। তাঁর মাথায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বিয়ানীবাজার পৌরশহরের জামানপ্লাজার রূপশী ফ্যাশনের পরিচালক মাথিউরা পূর্বপার গ্রামের রেজাউল করিম, শখ কসমেটিক্সের পরিচালক ছোটদেশ গ্রামের খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের সেলসম্যান শ্রীধরা গ্রামের জুবের আহমদ, মরটিনের ডিলার কাকরদিয়া গ্রামের ইকবাল আহমদ, কসবা গ্রামের বাবুল আহমদ ও গাড়ির চালক বাবুল।