জেএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬০ হাজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সারাদেশে সাধারণ ৮টি শিক্ষাবোর্ড ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পরীক্ষার প্রথম দিনেই ৬০ হাজার ৮৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় নানা অসুপদায় অবলম্বনের দায়ে ১৬জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষাকে নির্বিঘœ করতে পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করানো, কেন্দ্র সচিব ছাড়া ছবি তোলা যায় এই ধরনের মোবাইল নিয়ে কেন্দ্র প্রবেশ না করাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ডগুলো।এবার মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেশি। আর গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার। এবার সারাদেশে মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।