জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত। তারা সুশিক্ষিত হলেই দেশ সঠিকপথে পরিচালিত হবে। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে। বর্তমান সরকার ডিজিটাল সরকার। দেশের শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুবাতাস বহমান। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন- সিলেটকে তথ্যপ্রযুক্তিবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনা ইতোমধ্যে গৃহিত হয়েছে। এর আওতায় সিলেট হবে দেশের প্রথম ডিজিটাল নগরী। পুরো সিলেট নগরীকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। থাকবে ফ্রি ওয়াইফাই জোন। তিনি শনিবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬, ১৭ ও ১৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহানারা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলী, স্কুলের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. মিসবাহ উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ, দীপাল কুমার সিংহ, মো. ফয়ছল আহমদ, শিশির চন্দ্র হালদার, তরিকুল ইসলাম, শেখ আবদুল মুকিত, মাওলানা আলাউদ্দিন আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিভিন্ন শ্রেণীর ছাত্ররা। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn