সিলেটের মাঠে ডিমেরিট পেলেন নাসির
বিপিএলের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল সিলেট সিক্সার্স। কিন্তু সেই ম্যাচেই আচরণ বিধি ভঙ্গের দায়ে সতর্কতা শুনতে হলো নাসির হোসেনকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সিলেট সিক্সার্স অধিনায়ক। শনিবার বিপিএলের প্রথম ম্যাচেই নাসিরের অপেক্ষায় দেরি হয় টস। ম্যাচ রেফারি দেবব্রত পাল ও প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসান মাঠে থাকলেও ৬ মিনিট দেরি করে টসে যান নাসির। দলের একাদশের তালিকা দিতেও দেরি করেন সিলেটের অধিনায়ক। সিলেটের মিডিয়া ম্যানেজার ম্যাচ শেষে জানান, নতুন দলের সঙ্গে পরিচিত হতে ও কথা বলতে গিয়ে দেরি করে ফেলেন নাসির। নাসিরের সঙ্গে অভিযুক্ত হন সিলেটের ম্যানেজার জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। দুজনই মেনে নেন দিজেদের দায়। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিপিএলের আচরণ বিধি অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি পরিণত হবে নিষেধাজ্ঞায়। চার ডিমেরিট পয়েন্টে নিষেধাজ্ঞা হবে এক ম্যাচের। এবার প্রথম ডিমেরিট পয়েন্ট যোগ হলো নাসিরের নামের পাশে।