ঢাকায় শুরু হচ্ছে চার-ছক্কার লড়াই
সাকিবের মাঠে নাসিরের সিলেট
আজ ঢাকা পর্ব শুরু হচ্ছে পরিবর্তিত সময়ে। দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স ও ড্যারেন স্যামির রাজশাহী কিংস। এরপরই সন্ধ্যা ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে নিজেদের মাঠে টানা তিন জয়ে শীর্ষে থাকা সিলেট সিক্সার্স। যদিও শেষ ম্যাচটি হেরে গেছে তারা। একমাত্র সিলেটই ৬ পয়েন্ট পেয়েছে। তারপর বাকি ৫ দলের দুই ম্যাচে এক জয়ে অর্জন ২ পয়েন্ট করে। শুধুমাত্র রাজশাহী কিংস সিলেট থেকে ফিরেছে শূন্য হাতে। আজ এক অর্থে রাজশাহী ও ঢাকার প্রতিশোধের লড়াই। প্রথম দেখায় ঢাকা হেরেছে সিলেটের সঙ্গে আর রংপুর হারিয়েছে রাজশাহীকে। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বেশ আশাবাদী। ঢাকার ক্রিকেটাররাও স্বস্তিতে আছেন। সিলেটে দর্শকদের চাপ এখানে থাকছে না। বরং এবার সিলেটেই ঢাকার দর্শকদের চাপে থাকবে বলে মনে করেন তিনি। অন্যদিকে সিলেট নিজেদের মাঠে তিন জয় পেলেও শেষ ম্যাচে হেরে যায়। তাই এখন বেশ সতর্ক তারা। তবে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে চান সিলেটের উইকেট কিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহান। তিনি বলেন, ‘সিলেটে আমরা ভালো শুরু করেছিলাম। এখানেও একই লক্ষ্য থাকবে যেন শুরুটা ভালো করতে পারি। ঢাকাতেও ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে তারা তো এবার চাইবে জিততে। টি-২০ ম্যাচে যেদিন যারা ভালো খেলবে সেদিনটি তাদের থাকবে, তারাই জিতবে। ঢাকা অবশ্যই ভালো দল। শক্তিশালী দল। আমাদের লক্ষ্য থাকবে মাঠে যেন আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি। দল যেভাবে চাইবে সেভাবেই নিজের লক্ষ্যটাও পূরণ করতে হবে। আর আমি যেখানে ব্যাটিং করছি এখানে টিমের প্রয়োজন ছাড়া নিজের প্রয়োজনে কিছু করার নেই।’
জয়ে ফিরতে মরিয়া রাজশাহী
সিলেটে দুটি ম্যাচেই হেরেছে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। কোনো পয়েন্ট ছাড়া আজ আবারও রংপুরের মুখোমুখি হবে দলটি। বিপিএলের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার রংপুর একই সমান উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। পরের ম্যাচে হেরেছে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। এ ম্যাচ নিয়ে দলের অলরাউন্ডার জাতীয় দলের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজ দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘সিলেট পুরো নতুন ছিলো আমাদের কাছে। ওই গ্রাউন্ডে সেরকমভাবে আমরা খেলিনি। ওইখানে ব্যাটসম্যানরা সুবিধা পেয়েছে। শিশিরের কারণে বোলিংটা, বিশেষ করে স্পিনারদের সমস্যা হয়েছে। আশা করি ঢাকায় ভালো হবে। ঢাকা আমাদের চেনা। এছাড়া প্রস্তুতি ভালো হচ্ছে। আশা করি ঢাকায় ভালো কিছু হবে। দুইটা হার নিয়ে বলবো যে গত বছরও একই রকম ছিলো। এ বছরও তাই হচ্ছে। আমাদের আত্মবিশ্বাস উঁচুতেই আছে। এখনো ১০টা ম্যাচ আছে। আমরা যদি ঠিকভাবে খেলতে পারি, তাহলে শেষ চারে যাওয়া যাবে। আপাতত আমাদের দরকার একটা জয়, যা মোমেনটাম আমাদের দিকে নিয়ে আসবে।’ রংপুর রাইডার্সও ঢাকায় জয় দিয়ে শুরু করতে প্রস্তুত যেমনটা শুরু করেছিল সিলেটে। এ বিষয়ে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফীস বলেন, ‘আমরা কোনো দলকে ছোট করে দেখি না। সেই ম্যাচে জিতেছি বলে যে আত্মতুষ্টিতে ভুগছি তা নয়। আমরা চাইবো জয়ে ফিরতে। এ জন্য সবাই প্রস্তুত আছি।’