দিরাইয়ে শিক্ষকদে’র উপর মিথ্যা মামলা প্রত্যাহারে’র দাবি
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা জানান, বচার হাওরে জেলে হত্যার ঘটনায় বিগত ৫ নভেম্বর জেলার জামালগঞ্জ থানায় সেচনি গ্রামে মো: মতিউর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন, এই মামলায় উপজেলার খগাউড়া গ্রামের সেচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদী রঞ্জন তালুকদার(শীতল),ইজারা কান্দা সরকারী প্্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলু তালুকদার,র্মিজাপুর সরকারী প্্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানবেন্দ্র তালুকদার রঞ্জু এই ৩ জন শিক্ষককে জড়ানো হয়েছে। যা আদৌ প্রত্যাশিত নয়। শিক্ষকদের উপর এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকরা জানান, অভিযুক্ত শিক্ষক ছাড়াও খাগাউড়া গ্রামের প্রায় ৫০ জন শিক্ষক/শিক্ষিকা পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত আছেন। অথচ তারা প্রত্যেকেই পুলিশি হয়রানী এবং অভিযোগকারী গনের অতর্কিত হামলা ও হুমকির ভয়ে নির্বিঘেœ বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে পারছেন না,সুষ্ঠু ও নির্ভেজাল তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্থ না হওয়া পর্যন্ত কোমলমতি শিশুদেও প্রাথমিক শিক্ষার স্বার্থে পুলিশি হয়রানি বন্ধসহ অভিযোগকারীর পক্ষের লোকগন কর্তৃক অতর্কিত হামলার আতংক দুর কওে নির্বিঘ্নে বিদ্যালয় পরিচালনার ব্যবস্থা করার জোরদাবী জানান উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।