কোকোর শ্বশুর হাসান রাজার ইন্তেকাল
কোকোর শ্বশুর হাসান রাজার ইন্তেকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজা ইন্তেকাল করেছেন।
শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরহুম হাসান রাজা কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গত ১৩ মার্চ থেকে ডা. ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরের দিন ১৪ মার্চ রাতে খালেদা জিয়া তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন। মরহুম হাসান রাজা দুই ছেল, একমাত্র মেয়ে কোকোর স্ত্রী শর্মিলী রহমান এবং স্ত্রী মুখলেমা রাজাকে রেখে গেছেন। মরহুমের মেয়ে শর্মিলী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি আসার পর মরহুদের দাফনের সিদ্ধান্ত হবে। তার আগে পর্যন্ত তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাঘারে রাখা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।