আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার  একটি চেকপয়েন্টে এবং  গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে রোববার সকালে তালেবানের অতর্কিত হামলায় ২২ জন আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়। প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ বলেছেন, ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে বেঁচে যান। জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি জানিয়েছেন, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে। একইদিন আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের আলাদা হামলায় অপর নয় পুলিশ নিহত ও দু’জন আহত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন,ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ তালেবান নিহত হয়েছে। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে  হামলা চালিয়েছে তালেবান। গত ২৪ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের দুই সামরিক ঘাঁটিতে তালেবানের সর্বশেষ হামলায় ১১ সৈন্য নিহত ও বহু সেনা আহত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn