দিরাই-শাল্লা উপ-নির্বাচন নিয়ে আওয়ামীলীগ দুই টুকরা
একে কুদরত পাশা-
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দুইটুকরা হয়েছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের নেতৃত্বে সুরঞ্জিত গ্রæপ ও স্বতন্ত্র প্রার্থী কুয়েত আওয়ামীলীগ নেতা ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন সমর্থিত মতিউর গ্রæপ নির্বাচনী মাঠে কাজ করছেন। দ’ুপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় চলছে প্রচারণা। দু’প্রার্থীই জয়ের জন্য আশাবাদী।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিরাই উপজেলার জগদল ইউনিয়নে মতিউর গ্রæপ সমর্থিত হুমায়ূন রশিদ লাভলু ও রফিনগর ইউনিয়নে জাহাঙ্গীল চৌধুরী চেয়ারম্যান পদে নৌকা প্রতীকপান। তাদের চ্যালেঞ্জ করে সুরঞ্জিত গ্রæপ জগদল ইউনিয়নে শিবলী আহমেদ বেগ ও রফিনগর ইউনিয়নে রেজুয়ান খাননে স্বতন্ত্র প্রার্থী করে। নির্বাচনে সুরঞ্জিত গ্রæপের সকল নেতা কর্মী জগদল ও রফিনগর ইউনিয়নে নৌকার বিপক্ষে অবস্থান নেয় ফলে দু ইউনিয়নে নৌকা পরাজিত হয়।
গত জেলা পরিষদ নির্বাচন র্নিদলীয় হলেও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন যিনি সুরঞ্জিত সমর্থিত গ্রæপের। আওয়ামীলীগের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুলহুদা মুকুট স্বতন্ত্র প্রার্থী হন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলগের সভাপতি আলহাজ মতিউর রহমান দলীয় প্রার্থীর পক্ষে না গিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেন। নুরুল হুদা মুকুট দিরাই-শাল্লায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর থেকে নড়েচড়েবসে মতিউর গ্রæপ। তারা উপজেলার পৌরসভা থেকে শুরু করে প্রত্যেক ইউনিয়নে আলতাব উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীদের সক্রিয় করে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিশোধ নিতেই তারা দিরাই-শাল্লা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কুয়েত আওয়ামীলীগ নেতা ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর পক্ষে কাজ করছেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়াসেন বলেন, দিরাই-শাল্লার মানুষ সুরঞ্জিত সেনগুপ্তকে জাতীয় নেতা বানিয়েছেন। সুরঞ্জিতের শেষ বিদায়ে আমি দেখেছি দিরাই-শাল্লার মানুষ তাদের নেতাকে কতটা ভালো বাসতো। আমি তাদের নেতার পাশে ছিলাম, এখন তাদের নেতার অনুপস্থিতিতে তাদের পাশে এসেছি। আশা করি দিরাই-শাল্লার মানুষ আমাকে তাদের নেতার মতোই ভালো বাসবে। নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। স্বতন্ত্র প্রার্থী কুয়েত আওয়ামীলীগ নেতা ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু জয়ের ব্যাপারে আশাবাদী, তিনি বলেন মানুষ এখন অনেকটা সচেতন তারা এলাকার উন্নয়নে আমাকে নির্বাচিত করবেন।