নাট্যকার ও নির্মাতা সুমন আনোয়ার আসছে বিজয় দিবসে প্রচারের লক্ষ্যে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘নাটকের যুদ্ধ, যুদ্ধের নাটক’। মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধুর দেয়া ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে নাটকটির গল্প রচনা করেছেন সুমন আনোয়ার নিজেই। এরইমধ্যে এর শুটিংও শেষ হয়েছে রাজধানীর অদূরে পুবাইলের বিভিন্ন লোকেশনে। বঙ্গবন্ধুর দেয়া ৭ই মার্চের ভাষণের পরই মূলত বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে জাগ্রত হয়। মফস্বলের একটি থিয়েটার দল এ ভাষণকে উপজীব্য করে একটি নাটক মঞ্চায়নের পরিকল্পনা করে। কিন্তু সেই নাটক মঞ্চায়ন করতে গিয়ে তারা নিজেরাই জীবন নাটকের মুখোমুখি হয়।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নাটকের যুদ্ধ, যুদ্ধের নাটক’ এমনই এক নাটক যাতে শুটিং করতে গিয়ে চরিত্রের গভীরে প্রবেশ করে আমি প্রতিটি মুহূর্তে শিহরিত হয়েছি, আমার চরিত্রেই আমি নিজেরই অজান্তে ডুবে থেকেছি। যুদ্ধের সময়টাকে উপলব্ধি করার চেষ্টা করেই অভিনয় করেছি। শুধু এতটুকু বলবো দর্শকের এই ধরনের নাটক আগ্রহ নিয়ে দেখা উচিত। নাট্যকার-নির্মাতা সুমন আনোয়ার বলেন, এই নাটক রচনার ক্ষেত্রে বঙ্গবন্ধু এবং তার ৭ই মার্চের ভাষণই আমাকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সময় সেই আন্দোলনে আমি ছিলাম না। কিন্তু আমার কঠোর পরিশ্রম, চেষ্টা দিয়ে নাটক নির্মাণে ক্ষেত্রে আমি সেই সময়টাতে থাকার চেষ্টা করি। শুধু তাই নয়, শিল্পীদেরও আমি মুক্তিযুদ্ধের সময়টাকে আবেগ, অনুভূতিতে উপলদ্ধি করার জন্য বলি। তাতে চরিত্রের মধ্যে বাস্তবতা ফুটে আসে। সুুমন আনোয়ার জানান, আসছে বিজয় দিবসে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। এ নাটকে আরো অভিনয় করেছেন সাজ্জাদ রেজা, মাজনুন মিজান, নাঈম, শ্যামল মাওলাসহ আরো অনেকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn