রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মণাধীন সদর দপ্তরের ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীকে নিজের সন্তান বলে দাবি করেছেন আমিরন নামে এক নারী। তবে তিনি আত্মঘাতী ব্যক্তির নাম রফিক বলে জানিয়েছেন।শনিবার আমিরন র‍্যাবের অফিসে গিয়ে আত্মঘাতী হামলাকারীকে নিজের সন্তান বলে দাবি করেন। আমিরন বলেন, তাদের বাড়ি পিরোজপুরে। ঢাকায় রফিক চায়ের দোকানে কাজ করতেন। তিনি পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এবিষয়ে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘একজন নারী এসেছেন। তিনি নিহত ব্যক্তিকে নিজের ছেলে বলে দাবি করেছেন। আমরা যাচাই-বাছাই করছি।’ মুফতি মাহমুদ খান আরও বলেন, ‘ওই নারী কোথা থেকে নিহত ব্যক্তির ছবি দেখে এখানে এসেছেন। তা আমরা জানি না। কারণ নিহত ব্যক্তির ছবি কোনো গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলে মনে হয়। এদিকে শুক্রবার র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনায় শনিবার বিমানবন্দর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও উল্লেখ করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn