মুক্তিযোদ্ধাদের সাথে ড. জয়া সেনের মতবিনিময়: স্
আসন্ন সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) সংসদ উপনির্বাচন উপলক্ষে দিরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনিত ১৪ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. জয়া সেনগুপ্ত। শনিবার কলেজ রোডস্থ রৌশনী কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্ত বলেছেন- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান, আর নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতিক, আমি বিশ্বাস করি স্বাধীনতার প্রতিকেই আপনারা ভোট দিবেন। বঙ্গবন্ধুরর ডাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে একটি স্বাধীন রাষ্ট্র আপনারা ছিনিয়ে এনেছিলেন আগামীতেও দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী হাসিনার পাশে থেকে কাজ করে যাবেন।
আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত আপনাদের সহযোদ্ধা ছিলেন দেশের জন্য লড়াইকরে স্বাধীনতা অর্জনসহ দেশের কাজেই জীবনের শেষদিন পর্যন্ত কাজ করেছেন। হাওর পারের কাদামাটিতে জন্ম নেয়া একটি অনাথ বালক আপনাদের ভালবাসায় জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আপনারাই নিয়ে গেছেন। আপনারাও ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের অতি আদরের ধন, প্রাণের স্পন্দন। আপনাদের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে মাননীয় সভানেত্রী আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। দিরাই শাল্লাবাসী প্রধান উপহারের প্রতি সম্মান জানিয়ে নৌকায় ভোট দেবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, সহ সভাপতি সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, , যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সামছুল ইসলাম,দীলিপ দাস, তাহের সরদার, রঞ্জন রায়, ইকবাল সরদার, সায়েল চৌধুরী, উজ্জল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।