সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর) আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলাসহ একাধিক মামলার আসামী সুনামগঞ্জ পৌর যুব লীগের সদস্য হাসানুজ্জামান ইস্পাহানীকে (৩০) শনিবার বিকাল সাড়ে ৪টা গেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘হাসানুজ্জামান ইস্পাহানি এমপি’র বাসায় হামলাসহ ১৪ মামলার আসামী।’ র‌্যাবের প্রেসনোটে গণমাধ্যমকে জানানো হয়, শনিবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লে. কামান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আফজাল হোসেনের নেতৃত্বে  জেলা শিল্পকলা একাডেমীর পাশের রাস্তা থেকে সুনামগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী হাসানুজ্জামান ইস্পাহানী (৩০) কে গ্রেফতার করা হয়।
ইস্পাহানী ও তার সহযোগী আসামীদেরকে নিয়ে গত ২ মার্চ পিস্তল, রামদা, চা-পাতি ও হকিস্টিকসহ সুনামগঞ্জ -১ আসনের সাসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ মল্লিকপুরস্থ পায়েল পিউ বাস ভবনে জোর করে প্রবেশ করে এমপি রতনকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে এবং এমপি মোয়াজ্জেম হোসেনকে না পেয়ে বাসার কেয়ারটেকারের মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে হত্যার হুমকিসহ ঘরের আসবারপত্র ভাংচুর ও ত্রাসের রাজত্ব কয়েম করে। ইস্পাহানী ওই মামলার ২নং আসামী। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজী, দস্যুতা ও দাঙ্গা হাঙ্গামার মোট ১৪ টি মামলা বিচারাধীন আছে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়।
গত ২ মার্চ সন্ধ্যায় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের মল্লিকপুরের বাসভবনে (পায়েল পিউ-এ) কিছু যুবক হামলা করে। ঘটনার পর এমপি মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যম কর্মীদের বলেছিলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ একটি সি-িকেট ভাগাভাগি করে নেওয়া এবং বাঁধের কাজ না করে বড় অংকের টাকা লুটপাটের বিষয়টি তাহিরপুরের সমাবেশে বক্তব্যে উল্লেখ করায় সন্ধ্যায় আমার সুনামগঞ্জ শহরের বাসভবনে হামলা হয়েছে। যারা হামলা করেছে, এরা কোন দলের নয়। এরা যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলে ভিড়ে লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম চালায়। এ ঘটনায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজামান সেন্টুসহ ১৪ জনের নামোল্লেখ করে মামলা হয়। এই ১৪ জনের মধ্যে হাসানুজ্জামান ইস্পাহানীও ছিলেন।
এর আগে (২৯.০৯.২০১৩ তারিখে) সিলেটের দক্ষিণ সুরমার ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার করেছিল পুলিশ। ইস্পাহানী বঙ্গবন্ধু সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি এবং সম্প্রতি গঠন করা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। র‌্যাব-৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল শনিবার রাত সাড়ে ৮ টায় ইস্পাহানী’র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই ইস্পাহানীকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn