হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রান্তিক কৃষকদের সম্পৃক্ত করা হবে: সিলেটে পানি সম্পদমন্ত্রী
মন্ত্রী আরও বলেন, এবার হাওরে পানি ধীরে কমছে, তবে আগামী দু সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি। গত বছরের বন্যায় সিলেট অঞ্চলে ফসলহানী ঘটেছে, এবার সেটা কোনভাবেই হতে দেয়া যাবেনা। ফসলহানীরোধে সব ধরনের আগাম ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এবার হাওর রক্ষা বাধ নির্মাণে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রান্তিক কৃষকদেরও সম্পৃক্ত করা হবে। এতে দুর্নীতির সুযোগ কমে আসবে। সবার অংশগ্রহণ থাকলে কেউই অনিয়মের সুযোগ পাবে না। এতে কাজের মানও ভালো হবে। পানি সম্পদমন্ত্রী বলেন, গতবছর বন্যায় কারনে ফসলহানী হয়েছে, এখানে বারবার বলা হচ্ছে দুর্ণীতির কারণে এমনটি হয়েছে। কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। বন্যা আর দুর্ণীতি সস্পুর্ণ ভিন্ন বিষয়। সভায় বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, ইয়াহইয়া চৌধুরী এমপি, সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।