আজ ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়া আনন্দ শোভাযাত্রা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ার আনন্দ উদ্যাপনে সারাদেশের ন্যায় আজ শনিবার সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, আজ দিনের শুরুতে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হবে। সকাল ৯টা ৩০মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা শুরু হবে। জেলা কালেক্টরেট ভবন হতে শোভাযাত্রাটি শুরু হয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে। পরে সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, বিতর্ক, বক্তৃতা ও রিয়েলিটি কুইজ শো। বিকেল ৩টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিকেল ৫টায় শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী।