জগন্নাথপুর: মারামারি মামলায় উপজেলা আ.লীগের সহ-সভাপতিসহ ৪ জনের জামিন লাভ
জগন্নাথপুরে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহ ৪ জন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জানাগেছে, রোববার গ্রামবাসীর পক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা আবদুল মালিক, একই গ্রামের মকবুল মিয়া, দবির মিয়া ও আপ্তর মিয়া একটি মারামারি মামলায় সুনামগঞ্জ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। সম্প্রতি-মাদ্রাসার জমি নিলাম নিয়ে শ্রীধরপাশা গ্রামের জাবেদ আলম ও গ্রামবাসীর পক্ষে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক পক্ষের ফয়সল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের মুক্তিযোদ্ধার সন্তান নিহত সহ ৭০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা ও পাল্টা মামলা চলছে। এর আগে তাদের মধ্যে পৃথক সংঘর্ষে আরো অনেক আহত হন। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে অনেকে জানান, জাবেদ আলম পক্ষের হত্যা মামলার আসামিদের মধ্যে ১৮ জন জামিনে বাড়িতে এসে ফয়সল পক্ষকে ঘায়েল করতে একের পর এক হামলা ও অপপ্রচার চালাচ্ছে। এতে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।